📚 কবিতা সমগ্র জগতে আপনাকে স্বাগতম 📚 বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক 📚 বই কিনে কেউ দেউলিয়া হয় না 📚 আপনার প্রিয়জনকে বই উপহার দিন 📚 ধন্যবাদ 📚

আবার শহর- মেঘদল


শহর বন্দি মেঘ, ঘুরে ঘুরে একা
আমাদের এই সুবর্ণ নগরে...
শুনি বৃক্ষের ক্রোন্দন
আমিও পেতেছি কান
চন্দ্রগ্রস্ত ভোর বলো বিদায় বিদায়
ধূসর রাজপথের প্রান্তরে...
তুমি এখনও এতো সূর্য লোকের ভোর
চন্দ্রগ্রস্ত ভোর বলো বিদায় বিদায়...
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে...
তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে...
তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে কেঁটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক
কিছু সবুজ পাতার ক্রোন্দন তুলে রেখো...
কিছু সবুজ পাতার ক্রোন্দন তুলে রেখো... কেঁটে ফেলা গাছ ভুলে যাবে সব শোক ভেজা ভেজা চোখে কান্না লুকাতে পারো
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে...
ভুলে যেতে পারো চাইলেই বারবার... তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে তুমি গাইতেই পারো গান এই সুবর্ণ নগরে
ভুলে যেতে পারো ইতিহাস অর্থহীন নগরকালে...



No comments:

Post a Comment