📚 কবিতা সমগ্র জগতে আপনাকে স্বাগতম 📚 বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক 📚 বই কিনে কেউ দেউলিয়া হয় না 📚 আপনার প্রিয়জনকে বই উপহার দিন 📚 ধন্যবাদ 📚

তৃষ্ণা ।। হেলাল হাফিজ


তৃষ্ণা
-------------- হেলাল হাফিজ

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তিই দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।

আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য
আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি
অথচ এ পোড়া কপালের ক্যাসভাসে
আজন্ম শুধু শূন্য শূন্য শূন্য।

তবু বেঁচে আছি একা নিদারুণ সুখে
অনাবিষ্কৃত আকাঙ্কা নিয়ে বুকে
আবর্ণীয় শুশ্রূষহীন কষ্টে
                                                   যায় যায় দিন ক্লান্ত ক্লান ক্লান্ত।

No comments:

Post a Comment