📚 কবিতা সমগ্র জগতে আপনাকে স্বাগতম 📚 বই জ্ঞানের প্রতীক, বই আনন্দের প্রতীক 📚 বই কিনে কেউ দেউলিয়া হয় না 📚 আপনার প্রিয়জনকে বই উপহার দিন 📚 ধন্যবাদ 📚

স্বপ্ন ফেরারীর কবিতার খাতা- ০২

আমার ভেতরে কোথাও এক চিলতে নির্মল অবসর,
ধাপ্পাবাজ সময়ের বিরস ব্যস্ততা সেখানে যেতে দিচ্ছে না।
তুমি এসো,
তুমি এসো সময়কে উপেক্ষা করে কোন এক মুহুর্তের চুম্বন নিয়ে।
আমি ধ্যানস্থ পূজারী প্রার্থনায় নিবেদন করব প্রেম,
আজন্ম অবসরের বনসাই হয়ে বেড়ে উঠবো তোমার ভেতর,
আমার শেকড় গজাবে তোমার ভেতর।।
আমার ভেতরের অবসর আমি খুঁজে পাচ্ছিনা,
তবু তুমি এসো,
দেখো ওখানেই কোথাও আছে অবসর।।
- স্বপ্ন ফেরারী

No comments:

Post a Comment